৪ উইকেট হারিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ২৮৭ রানের লক্ষ্যে মাঠে নেমে ২৪ ওভারে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দ্বিতীয় ওভারে দুশমন্থ চামিরার প্রথম বলে কুশল মেন্ডিসকে ক্যাচ দিয়ে উইকেট পতন হয় মোহাম্মদ নাঈমের। এরপর দলীয় ৯ রানে চতুর্থ ওভারে আবারও উইকেট হারাতে হলো টাইগারদের।

এ দিন ওয়ান ডাউনে মাঠে নেমে ব্যর্থতার পরিচয় দিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সাত বলে ব্যক্তিগত মাত্র ৪ রানে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরেছেন তিনি। এরপর দশম ওভারের দ্বিতীয় বলটাতে তামিম আউট হয়েছেন ২৯ বলে ১৭ রান করে। সতীর্থদের ব্যর্থতার দিনে আগের দুই ম্যাচে ভালো খেলা মুশফিকের ব্যটে আশা জাগালেও ২৪তম ওভারে রমেশ মেন্ডিসের বলে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন তিনি। এ দিন ৫৪ বলে ২৮ রানের ইনিংস খেলেন উইকেটকিপার ব্যাটসম্যান। এখন মোসাদ্দেককে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

এর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুক্রবার দুপুর ১টায় শুরু হওয়া ম্যাচে টসে জিতে আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান কুশল পেরেরার সেঞ্চুরি এবং শেষ দিকে ধনঞ্জয়া ডি সিলভার হাফ সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ২৮৬ রানে সংগ্রহ দাঁড় করিয়েছে শ্রীলঙ্কা।

প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার শ্রীলঙ্কাকে ধবলধোলাইয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: কুশল পেরেরা (অধিনায়ক), ধানুশকা গুনাথিলাকা, পাথুম নিসানকা, কুশল মেন্ডিস, নিরোশান ডিকভেলা, ধনাঞ্জয়া ডি সিলভা, ভানিন্দু হাসারাঙ্গা, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, বিনুরা ফার্নান্দো, দুশমন্থ চামিরা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.