সড়ক দূর্ঘটনায় আল্লামা মোল্লা নাজিম উদ্দিনসহ ৩ জন আহত
স্টাফ রিপোর্টারঃ সড়ক দূর্ঘটনায় আহত হলেন বিশিষ্ট আলোচক ও টিভি ব্যক্তিত্ব আল্লামা মোল্লা নাজিম উদ্দিন। এ সময় সথে থাকা আরো ২ জন আহত হয়েছে। রবিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে চট্রগ্রাম-কক্সবাজার সড়কের দারোগার হাট এলাকায় ভটবটি গাড়ী ধাক্কা দিলে আহত হন।
মোল্লা নাজিমকে বহনকারী প্রাইভেট কারটি দুমড়ে মোচড়ে গেছে।
আহতরা বর্তমানে চিকিৎসাধীন। তবে, কোন ধরণের আশঙ্কা নেই বলে জানা গেছে।
এদিকে আহত হলেও জীবন রক্ষা পাওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেছেন মোল্লা নাজিম উদ্দিন। তবে, আগামী এক সপ্তাহের জন্য সকল প্রোগ্রাম স্থগিত করেছেন তিনি। মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী মো. আইয়ুব মোল্লা।
তিনি বলেন, হুজুরের আজকের মাহফিল ছিল কক্সবাজার সদরের চৌফলদন্ডিতে। সোমবার কুতুবদিয়া, পরের দিন বাঁশখালী। এসব প্রোগ্রাম বাতিল করা হয়েছে। সম্ভব হলে পরে সমন্বয় করে নেবেন। হুজুরের দ্রুত সুস্থতার জন্য সকলের দোয়া চেয়েছেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.