সৌদি পৌঁছেছেন ৫৫ হাজার ৪১৩ হজযাত্রী

ওয়ান নিউজঃ চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫৫ হাজার ৪১৩ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ৩৪০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫২ হাজার ৭৩ জন।

জানা গেছে, বাংলাদেশ বিমানের ৭৮টি ও সৌদি এয়ারলাইন্সের ৯১টিসহ মোট ১৬৯টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি গেছেন। শুক্রবার দুপুরে হজ ক্যাম্প সূত্রে এসব তথ্য জানা গেছে।

ভিসা জটিলতায় যাত্রী সংকটে বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স মোট ২৫টি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে ২১টি বাংলাদেশ এয়ারলাইন্সের আর বাকি ৪টি সৌদি এয়ারলাইন্সের।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট পৌঁছে ২৪ জুলাই। শেষ ফ্লাইট ২৮ আগস্ট। ফিরতি ফ্লাইট শুরু হবে ৬ সেপ্টেম্বর ও শেষ ফিরতি ফ্লাইট ৫ অক্টোবর। এ বছর চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.