শৈলকুপায় জমি সংক্রান্ত বিরোধে দুদদলের সংঘর্ষে নারীসহ আহত ১০

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহ শৈলকুপা উপজেলার ১০নং বগুড়া ইউনিয়নের কাজী নওপাড়া গ্রামে দু-দল গ্রাম বাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বিকালে জমি নিয়ে বিরোধের জের ধরে এ সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়। আহতদের মধ্যে ১ জনের অবস্থা আশংকাজনক। সংঘর্ষের সময় কয়েকটি বাড়ি ভাংচুরের ঘটনাও ঘটে।

 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত কাজী নওয়াপাড়া গ্রামের নিছার বিশ্বাস ও আক্তার বিশ্বাসের জমি নিয়ে একই গ্রামের কাজী প্রিন্স রোজ ও মোতাহার হোসেনের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে উভয়ের কর্মী সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

 

সংঘর্ষের সময় আক্তার, মালা খাতুন, হাসান, শামিম, ইলিয়াস, এনায়েতসহ ১০ জন আহত হয়। এ সময় হাসান, এনামুল, নাসির ও মাহামুলের বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুদজনকে প্রথমে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম বলেন, শনিবার সকালে কাজী নওপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.