শার্শার বাগআঁচড়ায় দিন ব্যাপী বিশেষ ডেন্টাল ক্যাম্পেইন অনুষ্ঠিত
ইয়ানূর রহমান : শার্শার বাগআঁচড়ায় দিন ব্যাপী বিশেষ ডেন্টাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাগআঁআচড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল।
দিন ব্যাপী বিশেষ ডেন্টাল ক্যাম্পেইনে উক্ত বিদ্যালয়ের ২শতাধিক শিক্ষার্থীর দাতের পরীক্ষা করেন কনসালটেন্ট ডেন্টাল সার্জন ডাঃ মুনজুরুল আহসান মুন ও ডেন্টাল সার্জন ডাঃ সৌরভ বিশ^াষ।
আয়োজনে ছিলেন শার্শা প্রেসক্লাব ও বুরুজবাগান জেনারেল হাসপাতাল (প্রাঃ) লিমিটেড।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, শার্শা প্রেসক্লাবের উপদেষ্টা প্রবিন সাংবাদিক রবিউল হোসেন, সভাপতি মুন্নাফ খোকন, সিনিয়র সহ সভাপতি হেদায়েত উল্লাহ, বুরুজবাগান জেনারেল হাসপাতাল (প্রাঃ) লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর রাজু আহমেদ প্রমুখ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.