শার্শার পল্লীতে এক সন্ত্রাসী গন পিটুনীতে নিহত
নিজস্ব প্রতিবেদক : শার্শার পল্লীতে এক সন্ত্রাসী গন পিটুনীর শিকার হয়ে নিহত হয়েছে। নিহত সন্ত্রাসী উপজেলার জিরেনগাছা গ্রামের নজরুল ইসলামের পুত্র বিপ্লব (২০)। শার্শা থানা পুলিশের এসআই মোরাদ হোসেন নিহতের ঘটনা নিশ্চিত করেছে।
উপজেলার উলাশী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ আয়নাল হক বলেন, এলাকাবাসী জানায় মাটিপুকর গ্রামের কামারবাড়ী নামক স্থানে ইসলামী জলসা চলছিল। রাত সাড়ে ৮টার সময় এক মিষ্টির দোকানে এলাকার ছেলেরা মিষ্টি ক্রয় করছিল। এ সময় সেখানে বিনা উস্কানিতে সন্ত্রাসী বিপ্লব মারধর শুরু করে এবং অস্ত্র উচিয়ে হত্যার হুমকি দেয়। এ ঘটনার জের ধরে এলাকাবাসী একত্রিত হয়ে রাত ৮টা ৫০মিনিটে সন্ত্রাসী বিপ্লবের উপর হামলা চালায়। এতে ঘটনা স্থলে তার মৃত্যু ঘটে।
এ ব্যাপারে শার্শা থানা পুলিশের ইনচার্য মনিরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল করে যশোর ২৫০শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চরছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.