শরীর দেখিয়ে ‘ভোগ’ প্রচ্ছদে হৃতিক-লিজা
ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ শরীরের আবেদন দিয়ে দুনিয়ার যেকোনো মডেল বা অভিনেতার পাল্লা দিতে পারেন এ দুজন। এখনো বড়ো পর্দায় স্ক্রিন শেয়ার না করলেও ভোগ পত্রিকার প্রচ্ছদ মিলিয়ে দিল দু’জনকে। হৃতিক রোশন ও লিজা হেডন। ফিটনেস-চর্চা যাদের ধ্যানজ্ঞ্যান, তাদের জন্যই মূলত এই ছবি।
আরও একবার ভক্তদের নজর কেড়ে নিলেন হৃতিক রোশন। ফিটনেস সংক্রান্ত এই সংখ্যার সঙ্গে হৃতিকের সুঠাম দেহ নিয়ে ফের চর্চা শুরু হয়ে গেছে সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটগুলিতে। ছবিগুলি তুলেছেন, বিখ্যাত চিত্রগ্রাহক এরিকসন অ্যান্ড্রু।
ছবিতে লিজা পরেছেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মাইকেল কর্সের বানানো সাঁতারের পোশাক। হৃতিকের ঊর্ধাঙ্গ অনাবৃত। সঙ্গে রয়েছে সাদা নীল ট্রাউজার।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.