প্রেস বিজ্ঞপ্তিঃ
বিশ্বব্যাপী শরণার্থী সংকট জাতিসংঘ ও বিশ্বনেতাদের ব্যর্থতা বলে অভিহিত করেছে সিইএইচআরডিএফ।
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে সিইএইচআরডিএফ আয়োজিত অনলাইন আলোচনা সভায় বক্তারা এ আহবান করেন।
সিইএইচআরডিএফ প্রধান নির্বাহী মোঃ ইলিয়াছ মিয়া’র সভাপতিত্বে ও সহকারী প্রধান সংগঠক(তৃণমূল) রুহুল আমিন এর সঞ্চালনায় ভার্চূয়াল মাধ্যম জুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে স্বাগত বক্তব্য রাখেন সিইএইচআরডিএফ এর নিয়ন্ত্রণ ডিভিশনের ফোকাল জিহাদুল ইসলাম।
বক্তব্য রাখেন সিইএইচআরডিএফ এর বিশেষ ডিভিশন সহকারী প্রধান সমন্বয়ক আব্দুল মান্নান রানা, সিলেট জোনের জেনারেল সেক্রেটারি আব্দুল্লাহ আল মুবিন, রামু এরিয়ার জেনারেল সেক্রেটারি রেজাউল করিম, কুতুবদিয়া এরিয়া জেনারেল সেক্রেটারি আবু সালেহ, এইচটিপিবি এর সিইও ইফতেখার জুয়েল, সদস্য
রমজান আলী, সিইএইচআরডিএফ এর রামু হেডকোয়ার্টার সেক্রেটারি ইয়াছিন কুরবান বাবু, রামু সাউথ সাব এরিয়া সেক্রেটারি আ হমাদুল হক, রামু ওয়েস্ট সাব-এরিয়া সেক্রেটারি মুবিনুল হক, মহেশখালী উত্তর ফোরাম সমন্বয়ক রিফাত হাসান, ঝিলংজা ফোরাম সমন্বয়ক সাদ্দাম হোসেন আরিফ, আলী আকবর ডেইল ফোরাম সমন্বয়ক রিপন আজাদ, টেকনাফ ফোরাম সদস্য নুরুল ইসলাম।
বক্তারা বলেন, সারাবিশ্বে শরণার্থী সংখ্যা দিন দিন বাড়ছে। পৃথিবীতে একন ১০ কোটি মানুষ শরণার্থী হয়ে জীবনযাপন করছে৷ যুদ্ধ, সংঘাত, জলবায়ু পরিবর্তন এর কারণে প্রতিনিয়ত মানুষ অন্যদেশে পাড়ি জমাচ্ছে।
তারা বলেন রোহিঙ্গা শরণার্থীরা অবশ্যই ন্যায়বিচারের দাবীদার। তাদের স্বদেশে ফিরিয়ে নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহবান জানান।
এতে উপস্থিত ছিলেন নেতৃত্ব ডিভিশনের ফোকাল রমজান আলী, মহেশখালী এরিয়ার জেনারেল সেক্রেটারি এ এস রায়হান, কক্সবাজার সিটি কলেজ ক্যাম্পাস সমন্বয়ক আতিকুর রহমান সৌরভ, রামু কলেজ ক্যাম্পাস সমন্বয়ক মঈন উদ্দিন, খুনিয়া পালং কনজারভেশন গ্রুপ এর সমন্বয়ক মাহাবুব আলম, এক্টিভিস্ট সাইয়েদ হোসেন, রানা হামিদ, আনসারুল করিম।
ঘন্টাব্যাপী আলোচনা সভা সিইএইচআরডিএফ এর প্রধান নির্বাহী মোঃ ইলিয়াছ মিয়া’র বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.