রামু শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খালেদ হোসেন টাপু, রামু
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ২০১৭ যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বৃহষ্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকাল তিনটায় রামু উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রামু উপজেলা নির্বাহী অফিসার মো. শাজাহান আলির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান আলী হোসেন ও ফরিদা ইয়াছমিন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, কৃষি কর্মকর্তা আবু মাসুদ সিদ্দীকী, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, কন্ঠশিল্পী মানসী বড়ুয়া, সূর্যের হাসি ক্লিনিকের ব্যবস্থাপক খন্দকার দেলোয়ার হোসেন ও সাংবাদিক খালেদ হোসেন টাপু প্রমূখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.