প্রেস বিজ্ঞপ্তি
জামিয়া আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীর মরহুম মহাপরিচালক, হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমীর শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ., শায়খুল হাদীস, মরহুম আমীরে হেফাজত আল্লামা জুনাইদ বাবুনগরী রহ., মুফতিয়ে আযম আল্লামা আব্দুস সালাম চাটগামী রহ., জামিয়া এমদাদিয়া আজিজুল উলুম পোকখালীর প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোখতার আহমদ রহ., জামেয়া দারুল উলুম চাকমারকুলের মুহাদ্দিস মাওলানা ইয়াকুব রহ. স্মরণে আলোচনা সভা ও দু’আ মাহফিল করেছে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ইসলামী তরুণ প্রজন্ম পরিষদ। বৃহস্পতিবার ( ৯ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, যাঁদের স্মরণে এ আয়োজন তাঁরা সকলেই ছিলেন, আম্বিয়ায়েকেরামের স্বার্থক উত্তরসূরী। জাতির পথদিশারী। তাঁরা ছিলেন, ঈমানী চেতনায় বলিয়ান । নাস্তিক্যবাদসহ সকল বাতিল অপশক্তির বিরুদ্ধে তাঁদের আপসহীন ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁরা কেবল একেকজন ব্যক্তি মাত্র নন; বরং তাঁরা ছিলেন, ঈমানদীপ্ত চেতনার স্মারক, সুন্নাতে নবভীর বাস্তব অনুসারী, আকাবিরে দেওবন্দের স্বার্থক নমুনা, জাতির আধ্যাত্মিক রাহবার, সর্বোপরি ঈমান-আকিদা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। এসকল ঈমানদীপ্ত ওলামা-মশায়েখের জীবনধারা আলোকিত ব্যক্তিত্ব ও সমাজ গঠনে প্রেরণা সঞ্চার করে।
প্রবীণ আলেমেদ্বীন মাওলানা আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে স্মৃতিচারণে অংশ নেন, হাটহাজারী মাদ্রাসার সাবেক কেরাত বিভাগীয় প্রধান, ককক্সবাজার দারুল কুরআন কমপ্লেক্সের পরিচালক মাওলানা কারী জহিরুল হক, জামেয়া দারুল উলুম চাকমারকুলের শিক্ষা পরিচালক মাওলানা মুফতি কামাল হোসাইন, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ মোহছেন শরীফ, কক্সবাজার জেলা পরিষদ সদস্য, সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল আলম, রামু জামেয়াতুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ শামসুল হক, কাউয়ারখোপ ইসলামিয়া তাজবিদুল কুরআন মাদ্রাসার পরিচালক মাওলানা আমিনুল হক, কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ, কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, তরুণ সমাজসেবক ওসমান সরওয়ার মামুন, চাকমারকুল মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাক, জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা এজাজুল করিম শফী, উখিয়ারঘোনা লামার পাড়া মাদ্রাসার পরিচালক মাওলানা শহীদুল্লাহ, মাসিক সাহিত্যকলির নির্বাহি সম্পাদক মাওলানা অলি আরজু,
স্থানীয় মাওলানা আব্দুসসালাম, মাওলানা আব্দুর রহমান, মাওলানা মহিউদ্দিন, মাওলানা ছৈয়দ উল্লাহ ফারুকী, মাওলানা মিজানুর রহমান, মাওলানা শাকের মাহমুদ, মাওলানা হানিফ মাহমুদ, মাওলানা রাশেদ হাসান আশরাফী। সংগঠনের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন, সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ তারেক জমিল মাহমুদ।
মরহুম ওলামায়েকেরামের রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.