যৌনতার গল্প ‘মায়া’ নিয়ে তোলপাড় (ট্রেলারসহ)

ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ বিক্রম ভাটের ছবি মানেই সেখানে কিঞ্চিৎ পরকীয়া, একটু নিষিদ্ধ প্রেম, খানিকটা শরীরের উষ্ণতা। সম্প্রতি এই পরিচালকের নির্মিত ‘মায়া’ নামের ছবিটি এখন আলোচনার শীর্ষে। যৌনতায় ভরপুর এই ছবির টিজার এখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঝড় তুলছে।

আন্তর্জাতিক মহলে সাড়া ফেলে দেওয়া বেস্টসেলার ‘ফিফটি শেডস অফ গ্রে’-র অনুপ্রেরণায় হলিউড ছবি নির্মিত হয়েছিল ২০১৫ সালে। কিন্তু সেই ছবি খুব একটা ভাল সাড়া ফেলেনি দর্শকদের মনে। গত বছরের শেষের দিকে তার সিকুয়েলটি, ‘ফিফটি শেডস ডার্কার’ মুক্তি পায় এবং সেটির রিভিউও খুব একটা ভাল নয়। কিন্তু বিক্রম ভাট নিজের নতুন ওয়েব সিরিজের বিষয় হিসেবে ফিফটি শেডসকেই বেছে নিয়েছেন।

অর্থাৎ ভরপুর যৌনতা, নিষিদ্ধ প্রেম, বিডিএসএম, রোল-প্লে এবং তার সঙ্গে মিশে যাওয়া বিশ্বাস-অবিশ্বাস, আবেগ-রহস্যের টোটাল প্যাকেজই হল ‘মায়া’। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘মায়া’-র ট্রেলার। শমা সিকন্দর দীর্ঘদিন লাইমলাইটের বাইরে ছিলেন। এখন ভোল পাল্টে ফিরলেন একেবারেই ‘ডিভা’ হয়ে।

‘মায়া’-র ট্রেলার দেখলেই বোঝা যাবে বিক্রম ভাট কেন শমাকে কাস্ট করলেন এই ওয়েব সিরিজের জন্য। শরীরী সৌন্দর্য এবং অ্যাপিল তো আছেই, তার সঙ্গে অভিনয়টাও বেশ ভালই করছেন আজকাল।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.