যশোরে নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানের ইন্তেকাল
ইয়ানুর রহমান : যশোর জেলা পরিষদের চেয়ারম্যান, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের সংগঠক বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা শাহ্ হাদীউজ্জামান (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
রোববার রাত ১টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ সোমবার বাদ আসর নওয়াপাড়ায় তার নামাজে জানাজা শেষে পীর বাড়ির পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
শাহ্ হাদীউজ্জামান প্রাদেশিক পরিষদ ও বাংলাদেশ জাতীয় সংসদে ৫ বার এমপি নির্বাচিত হন। বর্তমান সরকার প্রথম দফায় জেলা পরিষদে তাকে প্রশাসক মনোনীত করেন। এ বছর প্রথমবার অনুষ্ঠিত জেলা পরিষদের নির্বাচনে তিনি বিনা প্রতিদ্ব›িদ্বতায় চেয়ারম্যান নির্বাচিত হন।
গত ২৫ জানুয়ারি তার জেলা পরিষদ চেয়ারম্যান জীবনের অভিষেক হয়। এর মাত্র ৫ দিন পর ৩০ জানুয়ারি তিনি যশোরের নওয়াপাড়ার বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সেসময় তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে দ্রæত ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন।
পরদিন তাকে ঢাকার স্কয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য নেয়া হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় রোববার রাতে তাকে দেশে ফিরিয়ে এনে স্কয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে লাইফসাপোর্ট খুলে ফেলার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.