যত সব বিচিত্র পেনড্রাইভ

ওয়ান নিউজ ডেক্সঃ সহজে তথ্য এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার সুবিধার জন্য পেনড্রাইভের প্রয়োজনীয়তা নতুন করে বুঝিয়ে বলার কিছু নেই। ১৯৯৯ সালে পেনড্রাইভ প্রথম আবিষ্কার করে ‘এম-সিস্টেম’ নামের একটি কোম্পানি।

প্রথমদিকে পেনড্রাইভ পরিচিত ছিল ‘ইউএসবি ড্রাইভ’ নামে। আর তখন এর তথ্য সংরক্ষণের ক্ষমতা ছিল মাত্র ৮ মেগাবাইট। আর এখন ৮ মেগাবাইট পেনড্রাইভের কথা ভাবনাতে আনাও মুশকিল।

সময়ের সাথে সাথে এখন উন্নত হয়েছে পেনড্রাইভ। আকৃতিতেও এসেছে নানা ধরনের পরিবর্তন।

চলুন জেনে নিই আকৃতিতে ভিন্ন ধরনের কিছু মজার পেনড্রাইভের তথ্য।

হাতি আকৃতি: 

পেনড্রাইভ

সাধারণ দৃষ্টিতে প্রথমে খেলনা মনে হলেও আদতে এটি পেনড্রাইভ। বাচ্চাদের হাতে থাকলে অসাবধানতা বশত ফেলে দিলে অথবা পানিতে পড়লেই নষ্ট হয়ে যেতে পারে পেনড্রাইভটি।

ক্যাপস্যুল আকৃতি: 

পেনড্রাইভ

দেখতে ক্যাপস্যুলের মতো হলেও এর রূপ দিয়ে বানানো হয়েছে পেনড্রাইভ। এটি শিশুদের নাগালের বাইরে রাখাটাই নিরাপদ।

পিস্তল আকৃতি: 

পেনড্রাইভ

দেখতে খেলনা পিস্তল আকৃতির হলেও এটি দিয়ে গুলি করা যায় না বা খেলার জন্যও নয় এটি। তথ্য সংরক্ষণ এবং তথ্য আদান-প্রদান করার জন্য গুরুত্বপূর্ণ পেনড্রাইভ এটি।

পান্ডা আকৃতি: 

পেনড্রাইভ

চীনের জনপ্রিয় একটি প্রাণি পান্ডা। এই প্রাণির আকৃতিতে তৈরি পেনড্রাইভ এটি।

অগ্নি নির্বাপক আকৃতি: 

পেনড্রাইভ

দেখতে অগ্নি নির্বাপক যন্ত্রের মতো হলেও আদতে এটি একটি পেনড্রাইভ।

মেমোরি কার্ড আকৃতি: 

পেনড্রাইভ

দেখে মনে হচ্ছে না মেমোরি কার্ড জমিয়ে রাখা হয়েছে এটার মধ্যে? আদতে এটি একটি পেনড্রাইভ।

চাবি আকৃতি:

পেনড্রাইভ

চাবি আকৃতির এটি একটি পেনড্রাইভ।

কলা আকৃতি:

পেনড্রাইভ

হঠাৎ করে দেখে ছোট একটা কলা ভাবলেও ভুল হবে না কিন্তু। আদতে এটিও একটি পেনড্রাইভ।

এলইডি বাল্ব আকৃতি: 

পেনড্রাইভ

এলইডি বাল্ব শুধু আলো জ্বালানোর জন্যই কেন থাকবে? এটির আদলেও প্রস্তুত করা হয়েছে পেনড্রাইভ।

গিটার আকৃতি: 

পেনড্রাইভ

ছোট্ট এই গিটার বাজাতে চান? চাইলেও এমন সম্ভাবনা রাখেনি এটির প্রস্তুতকারী কোম্পানি। কারণ এটি যে গিটার আকৃতির একটি পেনড্রাইভ!

তথ্যসূত্র: ইন্টারনেট 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.