সংবাদদাতা:
মুক্তিযুদ্ধ ও মানবিক চেতনায় পর্যটন নগরী কক্সবাজার জেলার একঝাঁক তরুন নিয়ে গঠিত জেলা ভিক্তিক সামাজিক সংগঠন মিছিল কক্সবাজার জেলা শাখার আংশিক কমিটি আগামী অনুমোদন দেয়া হয়েছে। মঙ্গলবার (১৪সেপ্টেম্বর) মিছিল সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাখাওয়াত হোসেন তুর্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাইফুদ্দিন শাওনকে সভাপতি ও চিরজিৎ সেনকে সাধারন সম্পাদক ঘোষনা করে এ মানবিক সংগঠনের কক্সবাজার জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়।
তাছাড়া উক্ত কমিটিতে সিনিয়র সহ সভাপতি জুবাইর হোসাইন তুহিন ও সহ সভাপতি পদে যথাক্রমে, শচীন দাশ,আসিফ উল করিম,মেহেদী হাসান,প্রিয়ম বড়ুয়া রক্তিম,সৈয়দ নাইম আনিশ পাল কে স্থান দেওয়া হয়।
যুগ্ন সাধারন সম্পাদক পদে যথাক্রমে রুপজয় বড়ুয়া,ইশতিয়াক আহমেদ সজিব,আব্দুল্লাহ আল সামি,রোহিত পাল,শ্রাবন বড়ুয়া।
সাংগঠনিক সম্পাদক পদে যথাক্রমে অপু দাশ,ক্ল্যাহাং রাখাইন,ভাগর্ব সেন জতি,শেফায়েত আফনান সাহাল,অয়ম ধর নিলম, ফারজিম হাসান ফাহিম ও অমি দাশ সহ মোট ২১ সদস্যের এ কমিটি অনুমোদন দেয়া হয়।
পূর্নাঙ্গ কমিটি আগামীর একমাসের মধ্যে গঠন করা হবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.