হ্যাপী করিম
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের মেহেরিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাস’স্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোর – কিশোরী ক্লাবের কার্যক্রম সকালে পরিদর্শন করেন জেলার ফিল্ড সুপারভাইজার এম. কাবিল উদ্দীন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলার জেন্ডার প্রমোটার মাহবুব ইলাহী, সংগীত শিক্ষক- বাবু রেন্টু কুমার বড়ুয়া, মিজানুর রহমান, আবৃত্তি শিক্ষক তাহামিনা ইয়াসমিন ও সুশীল সমাজের প্রতিনিধি বদরুন্নেছা সুখি (হ্যাপী করিম) মনোয়ারা বেগম’সহ অন্যান্য ক্লাব সাপোর্টার স্টাফবৃন্দ। প্রমুখ। উল্লেখ্য যে, সারা বাংলাদেশে ৪৮৮৩ টি কিশোর কিশোরী ক্লাব সরকারিভাবে বাস্তবায়ন হচ্ছে। অন্যান্য জেলার ন্যায় কক্সবাজার জেলায় ৭৫ টি কিশোর কিশোরী ক্লাব স্থাপন করা হয়েছে এবং সে গুলা নিয়মিত পরিচালিত হচ্ছে।তার মধ্যে মহেশখালী উপজেলার মোট ক্লাব ০৯ টি। দেশজুড়ে চার হাজার ৮৮৩ টি ক্লাবে তৃণমূল পর্যায়ে সৃজনশীল এবং গঠনমূলক উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে কিশোর-কিশোরীদের অবস্থানকে দৃঢ় করা সহ নারীর প্রতি সমাজের যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি তা দূর করে আত্মনির্ভরশীল ও দক্ষ মানবসম্পদে রূপান্তর করার প্রত্যয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে ৬৪ টি জেলার কিশোর-কিশোরী ক্লাব।
সমাজের বিভিন্ন স্তরের প্রান্তিক কিশোর-কিশোরীদের বাল্যবিবাহ প্রতিরোধ ও জেন্ডার বাইজড ভায়োলেন্স প্রতিরোধ করা এবং সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ এন্ড রাইট আর (SRHR) বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের অবস্থানকে সুদৃঢ় করা সেইসাথে ক্লাবের মাধ্যমে বিভিন্ন সৃজনশীল ও সাংস্কৃতিক কার্যক্রমের মধ্য দিয়ে কিশোর-কিশোরীদের সম্পর্ককে সুদৃঢ় করার মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তন আনয়ন করা। ২০৪১ সালের ভিশন বাস্তবায়নে এগিয়ে চলছে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কিশোর কিশোরী ক্লাবগুলি। কিশোর কিশোরী ক্লাবগুলি সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকারভুক্ত বিশেষ প্রকল্প।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.