বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু
ওয়ান নিউজ ডেক্সঃ শনিবার সকাল ৮টা হতে রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। পৌরসভা নির্বাচনে মোট ৯টি কেন্দ্রে ১০ হাজার ১৭৭ জন ভোটার ভোট দিচ্ছেন। শপথ গ্রহণের পর নতুন নির্বাচন কমিশনের (ইসি) অধীনে দেশে এটাই প্রথম নির্বাচন।
এই পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ছেন তিনজন প্রার্থী। তাঁদের মধ্যে রয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের জাফর আলী খান, বিএনপির ওমর আলী ও স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পৌর এলাকা ও ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলাবাহিনীর বিপুল সদস্য মোতায়েন করা হয়েছে।
কেন্দ্রের বাইরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) টহল দিতে দেখা গেছে। এ ছাড়া একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়টি কেন্দ্রে দায়িত্ব পালন করছেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.