আবদুর রশিদ নাইক্ষ্যংছড়িঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী শাহ নুরুদ্দীন দাখিল মাদ্রাসার সহ সুপার ও চতুর্থ শেণী কর্মচারী নিয়োগ পরীক্ষায় চার পদের মধ্যে শুধু মাত্র নিরাপত্তা কর্মী পদে লিখিত ও ভাইভা পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগষ্ট শুক্রবার সকাল ১১ টায় নাইক্ষ্যংছড়ি মডেল ইনস্টিটিউট আলিম মাদ্রাসায় এই পরিক্ষা সম্পন্ন হয়েছে।
সহ সুপার ও চতুর্থ শেণি কর্মচারী আয়া,নৈশ প্রহরী ও নিরাপত্তা কর্মী পদে লিখিত ও ভাইভা পরিক্ষার দিন ধার্য্য ছিল কিন্তু নিরাপত্তা কর্মী পদের চারজন ছাড়া অন্যান্য সহ সুপার, আয়া,ও নৈশ প্রহরী পদে কুরাম অনুযায়ী প্রার্থী উপস্থিত না হওয়ায় পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র নিরাপত্তা কর্মী পদে লিখিত ও ভাইভা পরিক্ষা সম্পন্ন হয়েছে। চারজন পরিক্ষার্থীদের মধ্যে কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের উত্তর থোয়াঙ্গাকাটা এলাকার বাসিন্দা নুরুল ইসলামের পুত্র মিজানুর রহমান চুড়ান্ত ভাবে উত্তীর্ণ হয়েছেন। নিয়োগ কমিটির জিয়াউল আহসান বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ঢাকা পরিচালক( প্রশিক্ষণ ও উন্নয়ন) বাইশারী শাহ নুরুদ্দীন দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি, মাদ্রাসা সুপার মাওলানা নুরুল হাকিম, শিক্ষক মাওলানা আবদুল গফুর ও মাধ্যমিক শিক্ষা অফিসারের প্রতিনিধি অফিস সহকারী রিপন।
এছাড়াও সাংবাদিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.