বাইশারী যুবলীগের ইফতার মাহফিল অনুষ্টিত

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়িঃ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির পক্ষে ইফতার মাহফিলের আয়োজন করেন বাইশারী ইউনিয়ন আওয়ামী যুবলীগ।
গত (মঙ্গলবার ১৯ এপ্রিল) বাইশারী বাজার ত্রিমোহনী চত্বরে আসরের নামাজের পর বাইশারী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল আলমের পরিচালনায় ইউনিয়ন আওয়ামী যুবলীগের নবনির্বাচিত সভাপতি একরামুল হক রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সদস্য বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলম রোজার গুরুত্ব ও ইফতারের ফজিলত নিয়ে আলোচনা পেশ করেন বাইশারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব মাওলানা মুফতি রিদুয়ানুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি জসিম উদ্দিন সাধারণ সম্পাদক আলী হোসাইন মেম্বার, বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক চেয়ারম্যান জালাল আহমেদ, সাধারণ সম্পাদক ডাঃ মংথোইলা মার্মা, ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি এস,এন,কে রিপনসহ অংগও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি রিদোয়ানুল হক।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.