বাংলাদেশ বিমানবাহিনীতে চাকরি
ওয়ান নিউজ চাকরি ডেক্সঃ বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক পদে নিয়োগ, ধর্মীয় শিক্ষক, কম্পিউটার অপারেটর, মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার, অফিস করণিক, মিডওয়াইফ, ফায়ার ফাইটার, বেলুন মেকার, ট্রেডসম্যান (মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক), ট্রেডসম্যান (ইলেকট্রিক মেকানিক), ট্রেডসম্যান (গ্রাউন্ড সিগন্যালার), ট্রেডসম্যান (পেইন্টার), ট্রেডসম্যান (এয়ারফ্রেম মেকানিক), ট্রেডসম্যান (ইঞ্জিন মেকানিক), ট্রেডসম্যান (জেনারেল মেকানিক), ট্রেডসম্যান (কার্পেন্টার), দাই, অফিস সহায়ক, লস্কর, পরিচ্ছন্নতাকর্মী, মালি, ওয়াচম্যান, মেকানিক্যাল ট্রান্সপোর্ট গ্রিজার, লস্কর এয়ারক্রাফট, লস্কর এয়ার ফাইটার, লস্কর অ্যান্টিম্যালেরিয়া, লস্কর বার্ড শ্যুটার, আয়া, বাবুর্চি ও ওয়াশার আপ পদে লোকবল নেওয়া হবে।
পদ ও যোগ্যতা :
পদ ও যোগ্যতা : কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পাবেন ৬ জন। যোগ্যতা স্নাতক। বিজ্ঞান বিভাগের প্রার্থী এবং ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদে ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্নদের বাড়তি যোগ্যতা হিসেবে দেখা হবে। কম্পিউটার অপারেটিং (বাংলা ও ইংরেজি) দক্ষতা ও যোগ্যতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
পদ ও যোগ্যতা : মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার নেওয়া হবে ৩১ জন। ভারী যানবাহন চালনার ড্রাইভিং লাইসেন্সসহ অষ্টম শ্রেণি পাস হতে হবে। অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে।
পদ ও যোগ্যতা : অফিস করণিক পদে নেওয়া হবে ২৫ জন। আবেদনের যোগ্যতা এইচএসসি। কম্পিউটার কম্পোজে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দের গতি থাকতে হবে।
পদ ও যোগ্যতা : মিডওয়াইফ ৪টি পদে আবেদনের যোগ্যতা এসএসসি। দেড় বছরের প্রশিক্ষণসহ ধাত্রী (মিডওয়াইফ) অথবা মহিলা স্বাস্থ্য পরিদর্শক হিসেবে রেজিস্ট্রিকৃত হতে হবে।
পদ ও যোগ্যতা : ফায়ার ফাইটার লাগবে ৩ জন। যোগ্যতা ট্রেড কোর্স সার্টিফিকেটসহ এসএসসি অথবা সরকারি ফায়ার ইউনিট থেকে তিন মাসের প্রশিক্ষণসহ এসএসসি। কম্পিউটার জানাদের অগ্রাধিকার।
পদ ও যোগ্যতা : বেলুনমেকার ৪ পদের যোগ্যতা এসএসসি এবং সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা।
পদ ও যোগ্যতা : ট্রেডসম্যান (মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক) পদে ৬ জন, ট্রেডসম্যান (ইলেকট্রিক মেকানিক) পদে ৪ জন, ট্রেডসম্যান (গ্রাউন্ড সিগন্যালার) পদে ৫ জন, ট্রেডসম্যান (পেইন্টার) এবং ট্রেডসম্যান (এয়ারফ্রেম মেকানিক) পদে ৩ জন করে, ট্রেডসম্যান (ইঞ্জিন মেকানিক) ও ট্রেডসম্যান (জেনারেল মেকানিক) পদে ২ জন করে ও ট্রেডসম্যান (কার্পেন্টার) পদে নেওয়া হবে ৪ জন। এসব পদে আবেদনের যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতাসহ এসএসসি। পদ ও যোগ্যতা : দাই পদে নেওয়া হবে একজন। যোগ্যতা সংশ্লিষ্ট পেশায় দুই বছরের অভিজ্ঞতাসহ অষ্টম শ্রেণি পাস।
পদ ও যোগ্যতা : অফিস সহায়ক পদে ২৫ জন, লস্কর পদে ৩২ জন, পরিচ্ছন্নতাকর্মী পদে ২১ জন, মালি ৫ জন, ওয়াচম্যান ৮ জন, মেকানিক্যাল ট্রান্সপোর্ট গ্রিজার ১০ জন, লস্কর এয়ারক্রাফট এবং লস্কর এয়ারফাইটার পদে ৩ জন করে, লস্কর অ্যান্টিম্যালেরিয়া পদে ৪ জন, লস্কর বার্ড শ্যুটার ১০ জন, আয়া ২ জন, বাবুর্চি ১৮ জন এবং ওয়াশার আপ পদে নেওয়া হবে ৫ জন। এসব পদে আবেদনের যোগ্যতা অষ্টম শ্রেণি পাস। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
কম্পিউটার অপারেটর, অফিস করণিক, অফিস সহায়ক এবং পরিচ্ছন্নতাকর্মী পদে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। মিডওয়াইফ, দাই ও আয়া পদে শুধু মহিলা প্রার্থী এবং অন্য সব পদে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। নির্ধারিত যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, তা বিজ্ঞপ্তি থেকে জানা যাবে। ২০ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের শেষ তারিখ : ২০ মার্চ, ২০১৭
আবেদনের নিয়ম : নির্ধারিত ফরম অনুসারে আবেদন করতে হবে। চাকরির আবেদন ফরমটি পাওয়া যাবে (www.baf.mil.bd) এই ওয়েবসাইটে। নির্ধারিত তারিখের মধ্যে আবেদন ফরম পূরণ করে পাঠাতে হবে। আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি সংযুক্ত করতে হবে। কোনো প্রার্থী একাধিক পদের জন্য আবেদন করতে পারবে না। আবেদন পাঠানোর শেষ তারিখ ২০ মার্চ। আবেদন পাঠানোর ঠিকানা ‘পরিচালক, কর্মচারী পরিদপ্তর, বিমানবাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.