বাংলাদেশে এক লাখ ৬৪ হাজার রোহিঙ্গার আশ্রয়, নিহত ৩ হাজার
ওয়ান নিউজ ডেক্সঃ মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে প্রাণ বাঁচাতে গত ১৩ দিনে প্রায় এক লাখ ৬৪ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
অন্যদিকে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী তিন হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে এবং রোহিঙ্গাদের ১০ হাজার গ্রাম জ্বালিয়ে দিয়েছে বলে জানা গেছে।
প্রতিবেশী মিয়ানমারের রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতিকে ‘রোহিঙ্গা সংখ্যালঘু মুসলমানদের নির্মূলে পরিকল্পিত গণহত্যা’ মনে করছে বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের সূত্রগুলো।
বৃহস্পতিবার জাতিসংঘের বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, গত ২৫ অগাস্ট রাখাইনে নতুন করে সহিংসতা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় এক লাখ ৬৪ হাজার রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
রাখাইনে এর আগে গত বছরের অক্টোবর থেকে মার্চ পর্যন্ত ছয় মাস ধরে চলা সেনা-অভিযান চলাকালে অন্তত ৮৭ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। ফলে এক বছরের কম সময়েও বাংলাদেশে দুই লাখ ৫১ হাজার রোহিঙ্গা আশ্রয় নিল।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট ভোররাত থেকে রাখাইনে সীমান্তরক্ষী পুলিশের সঙ্গে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যদের সংঘাত শুরু হয়। এতে শতাধিক ব্যক্তি নিহত হন। এর মধ্যে ১২ জন নিরাপত্তা বাহিনীর সদস্য ও বাকিরা আনসার সদস্য ছিল।
এ ঘটনার পর মিয়ানমারের সরকারি বাহিনী রাখাইনে বিতাড়ন অভিযান শুরু করে। তারা রোহিঙ্গাদের গ্রামগুলোতে হানা দিয়ে সাধারণ মানুষকে লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণ করছে এবং দুই হাজার ৬০০ বাড়িঘর পুড়িয়ে দিয়েছে বলে মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করেছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.