বর্ষবরণে বাঙালি-পাহাড়ির মিলনমেলা

বিশেষ প্রতিনিধিঃ পার্বত্য জেলা বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পয়লা বৈশাখ উদযাপিত হচ্ছে। শুক্রবার সকালে শহরের রাজার মাঠ থেকে বর্ণিল মঙ্গল শোভাযাত্রা বের হয়। এতে বাঙালির ঐতিহ্যবাহী নানা সাজে নারী-পুরুষরা অংশ নেয়। শুধু বাঙালিরাই নয় ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী-পুরুষও তাদের পোশাক পরে অনুষ্ঠানে অংশ নেন। নেচে গেয়ে শোভাযাত্রায় অংশ নেয় তারা। পাহাড়ি-বাঙালিদের সম্মিলিত অংশগ্রহণে বর্ণিল হয়ে ওঠে রাজার মাঠ এলাকা। সাম্প্রদায়িক সম্প্রতির মিলন মেলায় পরিণত হয়ে ওঠে পুরো শহর।

সকালে বেলুন উড়িয়ে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা। তার সঙ্গে পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সজ্ঞিত কুমার রায়সহ অন্যরা উপস্থিত ছিলেন।

এদিকে রাজার মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান, পান্তা-ইলিশের আয়োজন, বৈশাখী কৃষি মেলা, বলি খেলাসহ নানা আয়োজন করা হয় পয়লা বৈশাখ উপলক্ষে। অনুষ্ঠানগুলোতে সাধারণ মানুষের পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে বেড়াতে আসা পর্যটকদের ঢল নামে। বাঙালির পয়লা বৈশাখের পাশাপাশি আজ থেকে শুরু হয়েছে ত্রিপুরা সম্প্রদায়ের বর্ষবরণ বৈসুক। ত্রিপুরা নারী-পুরুষ নেচে গেয়ে উৎসব পালন করে। তাদের শোভাযাত্রাটি পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় অংশ নিলে আরো আনন্দমুখর হয়ে ওঠে পুরো শহর। পাহাড়ি-বাঙালি সবাই এক সঙ্গে আনন্দঘন পরিবেশে বর্ষবরণ পালন করছে বান্দরবানে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.