বনপা’র সদস্যদের অনলাইন বিষয়ক প্রশিক্ষণ
প্রেসবিজ্ঞপ্তি :
আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনলাইন সাংবাদিকতা বিষয়ে আগের মতই প্রশিক্ষণ প্রদানের কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ অনলাইননিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) ।
সরকারের সার্বিক সহযোগিতায় ২০১৭ সালে পর্যায় ক্রমে প্রতি বিভাগে অনলাইন নিউজ পোর্টাল মালিক,সম্পাদক ও সাংবাদিকদের অনলাইন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে। গুরুত্বপূর্ন এ প্রশিক্ষণে শুধু মাত্র বনপা’র সদস্যরা অংশ গ্রহনকরতে পারবেন। এ ব্যাপারে প্রশিক্ষণার্থীদের তালিকা ভুক্তির কাজ শুরু হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত তালিকা ভুক্তির কাজ চলবে । যারা প্রশিক্ষণে অংশ গ্রহন করতে আগ্রহী তাদেরকে ২৮ ফেব্রুয়ারীর মধ্যে নিম্ন ঠিকানায় যোগাযোগকরার জন্য অনুরোধ জানানো হলো ।
ধন্যবাদসহ-
শামসুল আলম স্বপন
সভাপতি
বনপা।
মোবা: ০১৭১৬৯৫৪৯১৯
অধ্যাপক আকতার চৌধুরী
সাধারণ সম্পাদক
বনপা।
মোবা : ০১৭১১৩১৫১৭১
যোগাযোগের ঠিকানা :
ইঞ্জি. রোকমুনুর জামান রনি
যুগ্ম-সাধারণ সম্পাদক
বনপা
১২/৬,সলিমুল্লাহ রোড (২য় তলা)
মোহাম্মদপুর ,ঢাকা-১২০৭।
মোবা: ০১৭২২১৫৮১৩০
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.