প্যারিসের বিমানবন্দরে হামলাকারী গুলিতে নিহত
ওয়ান নিউজ ডেক্সঃ ফ্রান্সের রাজধানী প্যারিসের ওরলি বিমানবন্দরে নিরাপত্তা বাহিনীর বন্দুক ছিনিয়ে নেয়ার চেষ্টার সময় গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
কর্তৃপক্ষ এ ঘটনাকে অত্যন্ত গুরুতর বলছে। এ ঘটনার পর বিমানবন্দর বন্ধ ও বিমান অবতরণ বাতিল করা হয়েছে। ফ্রান্সের কিছু গণমাধ্যম বলছে, প্যারিসের উত্তরাঞ্চলের একটি গোলাগুলির ঘটনার সঙ্গে ওই হামলাকারী জড়িত ছিল।
বোমা নিস্ক্রিয়কারী দলের বিশেষজ্ঞদের সমন্বয় করে আইন-শৃঙ্খলাবাহিনী বিমানবন্দরে অভিযান শুরু করেছে। এদিকে, গুলিতে নিহত ব্যক্তির কাছে কোনো ধরনের বিস্ফোরক পাওয়া যায়নি বলে জানিয়ছে পুলিশ। এছাড়া এ ঘটনায় কেউ আহত হয়নি।
প্যারিসের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর ওরলি রাজধানী থেকে ১৩ কিলোমিটার দূরে অবস্থিত।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.