পাঠ্যপুস্তক উৎসব পালিত হচ্ছে
মোহাম্মদ আনছার উল্লাহ উখিয়া,
সারাদেশের ন্যায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে রোববার উখিয়া উপজেলায় পাঠ্যপুস্তক উৎসব পালিত ।
রোববার সকালে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোঃ মাঈন উদ্দিন, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে পাঠ্যপুস্তক উৎসবের মূল অনুষ্ঠান উদ্বোধন করেন। উপজেলা শিক্ষা অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করেন।
উপজেলা শিক্ষা অফিসার সুব্রত কুমার ধরের সভাপতিত্বে মিধু বড়ুয়ার (সহকারি শিক্ষক,উখিয়া মডেল) সঞ্চালনায় পাঠ্যপুস্তক উৎসব অনুষ্টানে প্রধান আলোচক,অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি জজ তাওহিদা আক্তার, কক্সবাজার জজ কোর্ট, জাহাঙ্গীর কবির চৌধুরী সাধারন সম্পাদক উপজেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান,৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদ,উখিয়া, অশোক কুমার আচ্যার্য,ইন্ট্রাক্টর ইউ,আর,সি, অধ্যক্ষ মিলন বড়ুয়া, ফরিদুল আলম কন্ট্রাটর, প্রাক্তন সভাপতি। স্বাগত বক্তব্য রাখেন মোঃ হারুনুর রশিদ, প্রধান শিক্ষক,উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। অনুষ্টানে উপজেলা পর্যায়ে জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অভিবাবকগণ উৎসবে উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.