ওয়ান নিউজঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। দেশের জনগণকে নিয়ে যাতে এই ফ্যাসিবাদী সরকারকে পরাজিত করতে পারি, সেজন্য আল্লাহর দরবারে দোয়া করেছি।
শুক্রবার ঈদের নামাজ আদায় শেষে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে বিএনপি স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, চেয়ারপারসন (খালেদা জিয়া) ভালো আছেন। ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হচ্ছে।
তিনি বলেন, দেশের জনগণ ভালো নেই। হামলা-মামলায় জর্জরিত নেতাকর্মীরা ভালো নেই।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, দফতরের দায়িত্ব পাওয়া সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা শাহ্ মোহাম্মদ নেসারুল হক প্রমুখ।
এরপর বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.