তামিল ছবিতে বাংলাদেশি নায়িকা!

ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ যৌথ প্রযোজনার পর এবার ভারতের দক্ষিণী ছবিতে নাম লেখালেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। ‘রংবাজ খিলাড়ি’ নামে ভোজপুরি ও তামিল ভাষার ছবিটিতে তাকে দেখা যাবে নায়ক রাকেশ ও বান্টি ব্যানার্জির সঙ্গে। ছবিটির পরিচালনা করছেন সত্য প্রকাশ।

এরই মধ্যে থাইল্যান্ডের বিভিন্ন স্থানে টানা ১৫ দিন শ্যুটিং শেষে আজ রোববার ঢাকায় ফিরছেন তিনি।

ভারতের দক্ষিণী ছবিতে কাজ করা প্রসঙ্গে মিষ্টি জান্নাত বলেন, এ অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না! বিশেষ করে তামিল ভাষায় অভিনয় করা দুঃসাহসিক কাজ মনে হয়েছে আমার কাছে। অবশ্য ইউনিটের সবার সহযোগিতা পাওয়ায় কাজটা করতে সক্ষম হয়েছি। তারা আমাকে হিন্দি ভাষায় সংলাপগুলো বুঝিয়ে দিয়েছেন। সবমিলিয়ে সাবলীল ও সুন্দরভাবেই চিত্রায়িত হয়েছে।

এর আগে থাইল্যান্ডেই ‘আমার প্রেম তুমি’ নামে যৌথ প্রযোজনার একটি ছবির কাজ করেন মিষ্টি জান্নাত। এতে তাকে দেখা যাবে কলকাতার নায়ক সোহমের বিপরীতে। ‘তুই আমার রানী’ নামের যৌথ প্রযোজনার আরেকটি ছবিতে তার সহশিল্পী কলকাতার নায়ক সূর্য।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.