ঢাবিতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১

ওয়ান নিউজঃ রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দিন হলে রুম দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন আহত হয়।  হলের ৫২০ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

জানা গেছে, হলের ওই রুমে ফাঁকা সিটে নিজ গ্রুপের কর্মী উঠানো নিয়ে সংঘর্ষের সূত্রপাত।

হল ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন বলেন, আসলে তেমন কোন ঘটনা ঘটেনি। ৫২০ নম্বর রুমে সমঝোতার ভিত্তিতে এক সিট আমি ও অন্য সিট শাহেদ নিয়েছে। তারপর আমার সিটে আমি আগে থাকা সুমন নামের এক ছাত্রের সঙ্গে নতুন একজনকে দিতে চেয়েছি। তাই শাহেদের কর্মীরা রাতে গিয়ে সুমনকে মারধর করে।

তবে মারধরের বিষয় অস্বীকার করে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহেদ খান বলেন, হলে সিট নিয়ে একটু সমস্যা হয়েছে। পরে কেন্দ্রীয় কমিটির এক নেতা বিষয়টি সুরাহা করে দিয়েছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.