ঢাকা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২

ওয়ান নিউজঃ ঢাকা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে। এতে দুজন আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সঙ্গে পদবঞ্চিত নেতাদের সংঘর্ষ শুরু হয়।

দুই গ্রুপের মধ্যে গুলিবিনিময় হয়েছে। এতে মামুন (২২) ও রাসেল (২৫) নামের দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

ঢামেক সূত্র থেকে জানা যায়, সন্ধ্যা সোয়া ৭টার দিকে দুজনকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.