টেকনাফে উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

জসিম উদ্দিন টিপু, টেকনাফ:
টেকনাফে উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়েরর সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধে নিবেদন করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তুষার আহমদের নেতৃত্বে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় অন্যান্যদের মাঝে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাঈন উদ্দিন খাঁন, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবছার উদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী, একাডেমীক সুপার ভাইজার মোহাম্মদ নুরুল আবছার, মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর কবির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রুতিপূর্ণ চাকমা, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আশীষ বোসসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.