ঝিনাইদহ নবগঙ্গা ন্যাশনা একাডেমির ক্রীড়া প্রতিযোগিতা
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহ নবগঙ্গা ন্যাশনাল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে স্কুল প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় নবগঙ্গা ন্যাশনাল একাডেমি’র পরিচালক শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস।
উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খায়রুল ইসলাম, নবগঙ্গা ন্যাশনাল একাডেমি’র প্রধান শিক্ষিকা রোকসানা বিশ্বাসসহ সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ। আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি কনক কান্তি দাস। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.