ঝিনাইদহে সাড়ম্বরে উদযাপিত সরস্বতী পূজা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ

ঝিনাইদহে আড়ম্বর পরিবেশের মধ্য দিয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। পূজাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই জেলা শহরের মন্দিরগুলোতে ভীড় জমাতে থাকে সনাতন ধর্মাবলম্বলীরা। জ্ঞান লাভের আশায় সরস্বতী মায়ের রাতুল চরণে পুষ্পাঞ্জলি প্রদান করেন শিক্ষার্থীরা। চলে হাতে খড়ি।

 

পূজা চলাকালীন সময় উলু ও শঙ্খ ধ্বনিতে মুখরিত হয়ে উঠে প্রতিটি পূজামন্ডপে। শেষে ভক্তদের মধ্য বিতরণ করা হয় প্রসাদ। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, শান্তিপুর্ণভাবে জেলার বিভিন্ন স্থানে পূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা উপলক্ষে মন্ডপগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে এছাড়াও বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

পুলিশের পাশা-পাশি সাদা পোশাকে পুলিশ টহল দিচ্ছে। ঝিনাইদহ জেলা পূজা উদযাপন পরিষদের দেওয়া তথ্য মতে, এ বছর জেলা শহরসহ ৬টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পাড়া-মহল­ায় ছোট-বড় অন্তত ৭’শ মন্ডপে একযোগে এই সরস্বতী পূজা পালিত হচ্ছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.