ঝিনাইদহে র‌্যাব-৬ কর্তৃক অস্ত্র ও গুলিসহ ২ ডাকাত গ্রেফতার

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ

ঝিনাইদহের সদর উপজেলার নারিকেল বাড়ীয়া বাজার এলাকা থেকে বিদেশী বন্দুক ও গুলিসহ ডাকাত দলের ২ সদস্যকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন র‌্যাব-৬। বুধবার সদর উপজেলার নারিকেলবাড়ীয়া বাজার থেকে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন, ওই উপজেলার মুনুড়ীয়া গ্রামের নিরঞ্জ বিশ্বাসের ছেলে বিবেক আনন্দ বিশ্বাস (৩৬) ও কুশাবাড়ীয়া গ্রামের মোন্তাজ মোল্লার ছেলে মোশাররফ হোসেন মোল্লা (৩০)। ঝিনাইদহ র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ জানান, নারিকেলবাড়ীয়া বাজারে ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

 

সেসময় ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলে আটক করা হয় বিবেক আনন্দ বিশ্বাস ও মোশাররফ হোসেন নামে ২ জনকে। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি দোনালা বন্দুক, ৩ রাউন্ড গুলি ও একটি দেশীয় অস্ত্র। আটককৃতদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে বলেও জানায় র‌্যাব।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.