ঝিনাইদহে পুলিশের বাধায় বিএনপির বিক্ষোভ মিছিল পন্ডু

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। ঢাকায় বিএনপির সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে বিএনপি এ কর্মসুচি পালন করে।

 

এ উপলক্ষে রোববার দুপুর ১২ টার দিকে শহরের কেপিবসু সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের করা চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। পরে পুলিশের বাধায় সেখানেই তারা সংক্ষিপ্ত সমাবেশ ও বিক্ষোভ করে।

 

এ সময় জেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল মালেক সহ জেলা বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সমাবেশে বক্তারা ঢাকায় বিএনপির সমাবেশ করতে না দেওয়ার তীব্র প্রতিবাদ জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.