ঝিনাইদহে নিহত পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ মেমোরিয়াল ডে পালন
স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
ঝিনাইদহে পুলিশ মেমোরিয়াল ডে পালন করেছে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে ঝিনাইদহ জেলা পুলিশ। বুধবার সকালে ঝিনাইদহ পুলিশ লাইন্সে দিনটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়। শুরুতে নিহত পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য দেওয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সাইদুল করিম মিন্টু।বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম রায়হান, ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (ইন-সার্ভিস ট্রেনিং) ফারজিনা নাসরিন, চেম্বার অব কমার্সের সভাপতি মীর নাসির উদ্দিন এবং বাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ডা. কানিজ হোসেন জাহানের পরিচালনায় অনুষ্ঠানে নিহত এসআই বিকাশ ঘোষের ভাই, পুলিশ সদস্য নজরুল ইসলামের স্ত্রী নাজমা বেগম ও সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার বক্তব্য রাখেন।
আলোচনা সভার শুরুতে কর্মরত অবস্থায় নিহত নায়েক নজরুল ইসলাম, কনস্টেবল মেহেদি হাসান, কৃষ্ণকুমার ঘোষ, এসআই মুন্সী মশিউর রহমান এবং এসআই বিকাশকুমার ঘোষের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে পৌরসভার মেয়র নিহত পুলিশ সদস্যদের পরিবার প্রতি দশ হাজার টাকা করে অনুদান দেন। এছাড়া পুলিশ বাহিনীর পক্ষ থেকে তাদের ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.