ঝিনাইদহে খাদ্য অধিকার আইন বাস্তবায়নের দাবীতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধিঃ

১০ হতে ২০ ডিসেম্বর খাদ্য অধিকার সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার সকালে ঝিনাইদহে খাদ্য অধিকার আইন বাস্তবায়নের দাবীতে র‌্যালী বের হয়। খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক খানি-বাংলাদেশ,উন্নয়ন ধারা,স্বাধীন কৃষক সংগঠন ও এ্যাকশানএইড যৌথ ভাবে খাদ্য সপ্তাহ উপলক্ষে সকাল এগারটায় উন্নয়ন ধারা অফিস হতে র‌্যালীটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে একই স্থানে শেষ হয়ে আলোচনা সভায় মিলিত হয়।

 

এ সময় বক্তব্য রাখেন উন্নয়ন ধারার কৃষিবিদ শহীদুল ইসলাম, প্রোগ্রাম কো-অর্ডিনেটর হায়দার আলী,কৃষিবিদ রুবেল আলী, উন্নয়ন ধারার ডাটা ম্যানেজমেন্ট অফিসার তানভীর আহম্মদ রনি, কৃষিবিদ কৃষ্ণ দাস সাহা,কৃষাণী ফরিদা খাতুন,মনিরা খাতুন প্রমূখ।

 

র‌্যালী ও আলোচনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কৃষাণ-কৃষাণীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তাগন বলেন, খাদ্য অধিকার আইন চাই, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রতির বাস্তবায়ন এর দাবী জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.