জেলায় ৪ লাখ শিক্ষার্থীর হাতে ৬৭ লাখ নতুন বই বিতরণ করার সিদ্ধান্ত: প্রশাসক
ওয়ান নিউজ: জেলায় ৪ লাখ শিক্ষার্থীর হাতে ৬৭ লাখ নতুন বই বিতরণ করার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। সরকার সকল শিক্ষার্থীদের হাতে বছরের শুরুতে নতুন বই তুলে দেওয়ার যে চ্যালেঞ্চ নিয়েছে আজকের বাস্তবায়নই তার সফলতা। বই বিতরণ অনুষ্টানে এসব কথা বলেন, জেলা প্রশাসক মোঃ আলী হোসেন।
শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসাবে গড়ে তুলতে শিক্ষকদের নৈতিক শিক্ষার পাশাপাশি যুগোপযোগি করে গড়ে তুলতে হবে। জানুয়ারি কক্সবাজার সদর উপজেলার প্রাচিন বিদ্যাপীঠ পিএমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন । বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট আব্বাস উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত নতুন বই উৎসবে জেলা প্রশাসক বলেন , সরকার ২০১০ সাল থেকে গত সাত বছরে বিনামূল্যে ২২৫ কোটি বই প্রদান করেছেন সারা দেশে। বিশ্বে কোন দেশে বিনামূল্যে এত বিপুল সংখ্যক বই দেওয়ার নজির নেই।বিদ্যালয়ের শিক্ষার্থী সিদ্রাতুল মুনতাহার কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু বই বিতরন অনুষ্ঠানে বিশেষ অিিতথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবিএম ছিদ্দিকুর রহমান, জেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইকরাম উল্লাহ চৌধুরী, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ আহমেদ, পিএমখালীর সাবেক চেয়ারম্যান মোঃ শহিদুল্লাহ বিকম।বই বিতরণ উৎসবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা এমদাদুল হক, মোঃ আবু শামিম,ইউপি সদস্য আরিফ উল্লাহ , সেলিনা আক্তারসহ স্থানিয় গন্যমান্য ব্যক্বিবর্গ ও ৪ শতাধিক অভিভাবক।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু মুসা, সহকারি শিক্ষক যথাক্রমে হাবিবুর রহমান, সোহেল সরওয়ার, মোসলেহ উদ্দিন চৌধুরী, নুরুল আলম চৌধুরী, টিটু বড়ুয়া, আনোয়ারা বেগম, সাবেকুন্নাহার, এবং হালিমা আক্তার শোভা প্রমুখ।
উল্লেখ্য জেলায় গতকাল ৪ লাখ শিক্ষার্থীর হাতে ৬৭ লাখ বই বিতরণ করার সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট প্রশাসন। উল্লেখ্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ১৫ দিনের মধ্যে ডিজিট্যাল ল্যাব স্থাপনের ঘোষনায় উৎফুল্লতা প্রকাশ করেন উপস্থিত শিক্ষক,শিক্ষার্থী এবং অভিভাবকগণ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.