জার্মানির আশ্রয় চায় ১৩৬ তুর্কি কূটনীতিক

ওয়ান নিউজ ডেক্সঃ তুরস্কে গত বছরের জুলাইয়ে প্রেসিডেন্ট উৎখাতে অভ্যুত্থানের পর অন্তত ১৩৬ জন তুর্কি পাসপোর্টধারী কূটনীতিক জার্মানিতে আশ্রয় চেয়েছেন।

জার্মানির সংবাদমাধ্যমের বরাতে বিবিসি’র এক প্রতিবেদনে জানা যায়, গত বছরের আগস্ট থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত আশ্রয়প্রার্থীরা তাদের আবেদন পেশ করে।

তবে ইতোমধ্যে কোন সামরিক কর্মকর্তাকে আশ্রয় না দিতে জার্মানিকে অনুরোধ জানিয়েছে তুরস্ক। এদের কেউ কেউ জার্মানিতে ন্যাটোর হয়ে কাজে রয়েছেন বলে ধারণা করছে তুর্কি সরকার।

জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনো পরিবারসহ আশ্রয়প্রার্থী এই ১৩৬ তুর্কি কূটনীতিককে চিহ্নিত করতে পারেনি। তবে এটা স্পষ্ট যে তাদের কারো আবেদনই এখনো মঞ্জুর হয়নি। বিবিসি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.