জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২য় পর্বের ভর্তি বুধবার শুরু

ওয়ান নিউজ ডেক্সঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ২য় পর্বের ভর্তি কার্যক্রম আগামী ৪ জানুয়ারি বুধবার থেকে শুরু হবে। সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

ভর্তি কার্যক্রমে অনলাইন ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের আবেদন বুধবার বিকাল ৪টা থেকে শুরু হবে এবং ১০ জানুয়ারি’১৭ রাত ১২টা পর্যন্ত চলবে।

এতে জানানো হয় ভর্তি কার্যক্রমে যে সকল প্রার্থী- মেধা তালিকা/১ম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থান পায়নি,মেধা তালিকা/১ম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি এবং যারা ভর্তি বাতিল করেছে, সে-সব প্রার্থী ২য় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে।

বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd থেকে জানা যাবে। বাসস।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.