চট্টগ্রামে জামাল খাঁনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শিক্ষার্থী আহত

জে.জাহেদ,চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের জামালখানে বন্ধুকে বাঁচাতে গিয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন মো. তাহমিদ (১৫) নামে এক শিক্ষার্থী। সে জামালখান শাহ ওয়ালিউল্লাহ স্কুলের নবম শ্রেণির ছাত্র।

রোববার (৯ ডিসেম্বর) দুপুর ২টায় শাহ ওয়ালিউল্লাহ ইনস্টিটিউটের সামনে ছিনতাইকারীরা তাহমিদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বলে জানান তাহমিদের বাবা নাছির উদ্দিন।

তিনি বলেন, আমার ছেলে শাহ ওয়ালিউল্লাহ স্কুলের নবম শ্রেণির ছাত্র। আজ (রোববার) সে শেষ পরীক্ষা দিয়ে বের হয়ে দেখে তার সহপাঠীকে কিছু বহিরাগত লোক মারধর করছে। এটা দেখে আমার ছেলে তার সহপাঠীকে বাঁচাতে এগিয়ে গেলে লোকগুলো পিছন থেকে তাহমিদের পেটে ছুরি মেরে পালিয়ে যায়।
তাহমিদের অবস্থাা এখন আশঙ্কাজনক। চট্টগ্রাম মেডিকেল কলেজে তার চিকিৎসা চলছে বলে জানান তিনি।

ঘটনাস্থালে উপস্থিাত থাকা কোতোয়ালী থানার এসআই বিকাশ জানান, কয়েকজন ছিনতাইকারী তাদের কাছ টাকা নেওয়ার জন্য জোর করতে থাকলে টাকা না পেয়ে এক পর্যায়ে ছিনতাইকারীরা তাহমিদ নামের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থাা নিচ্ছি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.