চট্টগ্রামে আগুনে পুড়েছে ২৪ দোকানঘর
চট্রগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরীর হালিশহর এ ব্লকের ফইল্যাতলি বাজার এলাকায় আগুনে পুড়েছে ১১টি সেমিপাকা দোকান ও ১৩টি কাঁচা বসতঘর। এতে ছয় লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস।
আজ শুক্রবার ভোরে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানান ফায়ার সার্ভিস।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম অপারেটর হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর ফায়ার সার্ভিসের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.