খাদিজা থেকে নাহিদাঃ মহেশখালিতে প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় কুপিয়ে রক্তাক্ত করেছে বখাটে

জাহেদ, বিশেষ প্রতিনিধিঃ
মহেশখালী উপজেলার কালারমারছড়ায় প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় এক মাদ্রাসা ছাত্রীকে কুপিয়ে জখম করেছে বখাটে।
এলাকাসুত্রে জানা যায়, ২৫শে ফ্রেবুয়ারী শনিবার বিকালে ৫টায় এই নিষ্ঠুর কান্ডটি ঘটে।
ঘটনা হতে জানা যায়, মহেশখালীর কালারমারছড়া আর্দশ দাখিল মাদ্রাসার ৯ম শ্রেনীর ছাত্রী, ও ফকিরজুম পাড়ার মোঃ হোছাইন এর মেয়ে নাহিদা আক্তার (১৬) কে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় হোয়ানক পুর্ব হরিয়ার ছড়া এলাকার মৌঃ লোকমান হাকিমের পুত্র বকাটে জাহেদুল ইসলাম কুপিয়ে জঘম করে।
গত ২৫শে ফেব্রুয়ারী শনিবার বিকালে নাহিদাকে বাড়িতে অর্তকিত ভাবে হামলা চালিয়ে শরীরের বিভিন্ন অংশ ১০ থেকে ১২টি কিরিচের কোপে শরীর ক্ষতবিক্ষত করে দেয়।
আহত নাহিদাকে প্রথমে মহেশখালী পরে অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসাপাতালে প্রেরন করে। এ ঘটনায় মেয়ের বাবা দাবী হয়ে জাহিদুল ইসলামকে প্রধান করে ৭ জনের বিরুদ্ধে মহেশখালী থানায় মামলা দায়ের করে। বখাটে জাহেদুলকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সোহেল আরমান সহ হাজার হাজার স্থানীয় জনতা।
এভাবে আর কতোদিন খাদিজা থেকে নাহিদার মতো সহজ সরল গ্রাম্য মেয়েদের উপর নরপিশাচদের অত্যাচার বলবৎ থাকিবে,জনগন তা জানতে চায় স্থানীয় প্রশাসন ও সরকারের কাছে।
নাহিদার এমন করুন পরিণতি বিভিন্ন সামাজিক সংঘটন গুলো পাশে এসে দাড়িয়ে উক্ত আসামীকে গ্রেফতারের দাবি জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.