ক্রিকেটার আরাফাত সানির জামিন নামঞ্জুর

ওয়ান নিউজঃ তথ্যপ্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপুর আদালত এ আদেশ দেন।

এক দিনের রিমান্ড শেষে মঙ্গলবারমামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াহিয়া সানিকে আদালতে হাজির করেন। পরে তাকে কারাগারে রাখার আবেদন করেন।

আরাফাত সানির আইনজীবী এম জুয়েল আহমেদ তার জামিন আবেদন করেন। আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে রবিবার (২২ জানুয়ারি) সকালে সানিকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। পরে এক সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব কুমার সরকার জানান, গত ৫ জানুয়ারি নাসরিন সুলতানা নামে এক তরুণী সানির বিরুদ্ধে মামলাটি করেন। নাসরিনের দাবি, সানির সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক রয়েছে। তাদের অন্তরঙ্গ কিছু ছবি আরাফাত সানির মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে।

প্রসঙ্গত, রবিবার সকালে সাভারের আমিনবাজার এলাকা থেকে ক্রিকেটার আরাফাত সানিকে গ্রেফতার করে পুলিশ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.