কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ছাত্রলীগ নেতার মৃত্যু
ওয়ান নিউজঃ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ৮টায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের লাকসামের গন্ডামারায় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
রবিউল হোসেন (২৪) নামের নিহত ওই ছাত্রলীগ নেতা স্থানীয় গন্ডামার এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি জেলার লাকসাম পৌরসভার ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি এবং লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের ডিগ্রি পাস কোর্সের ছাত্র ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে লাকসাম রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সাজিদ হোসেন জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন গন্ডামারা রেলক্রসিং অতিক্রম করছিল। এসময় মোটরসাইকেল নিয়ে রেল লাইন অতিক্রম করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ওই ছাত্রলীগ নেতার মৃত্যু হয়।
লাকসাম উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব খান জানান, রেলক্রসিংটি অরক্ষিত ছিল।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.