কারাগারে রেড এলার্ট, বিমানবন্দরে সতর্কতা

ওয়ান নিউজঃ আশকোনায় র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরে আত্মঘাতী জঙ্গি হামলার পর সারাদেশের সকল কারাগারে রেড এলার্ট জারি করা হয়েছে। এ ছাড়া সব বিমানবন্দরে অধিকতর সতর্কতা জারির নির্দেশ দেয়া হয়েছে। কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন জানান, দেশের সকল কারাগারগুলোর প্রধান ফটকে দায়িত্ব পালনকারী কারারক্ষীদের বুলেটপ্রুফ জ্যাকেট পরে দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে। কারা গোয়েন্দাদের আরো সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।

অপরদিকে সব বিমানবন্দরে অধিকতর সতর্কতা জারির নির্দেশ দেয়া জয়েছে বলে জানিয়েছেন বিমান মন্ত্রী রাশেদ খান মেননের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন।

শুক্রবার দুপুরে রাজধানীর বিমান বন্দরসংলগ্ন আশকোনা হজ ক্যাম্পের কাছে র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। ঘটনাস্থলে হামলাকারী নিহত হয়েছেন।

র‌্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার বিন কাশেম বিষয়টি নিশ্চিত করে পরিবর্তন ডটকমকে জানান, জুমার নামাজের আগে এক যুবক ক্যাম্পের সামনে বিস্ফোরণ ঘটালে এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

এ সময় র‌্যাবের দুই সদস্যও আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.