কক্সবাজার মেডিকেল অ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস)’র একুশ পালন

প্রেস বিজ্ঞপ্তিঃ যথাযথ মর্যাদায় কক্সবাজার ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি অ্যান্ড মেডিকেল অ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) উদ্যোগে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস। অমর একুশে উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিলো সকাল আটটায় জাতীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন, কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন, আলোচনা সভাসহ নানা আয়োজন।

সকাল ১১টায় ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি অ্যান্ড মেডিকেল অ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুল মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে ইনস্টিটিউটের প্রিন্সিপাল ও ডাইরেক্টর (হাসপাতাল প্রশাসন) ডাঃ শাহ আলম বলেন-বাংলা আমাদের অহংকার। এই ভাষার মাধ্যমে আমরা বিশ্বের কাছে বীরের জাতি হিসেবে পরিচিত হয়েছি। পৃথিবীর ইতিহাসে অত্যন্ত বিরল ঘটনা, নিজ মাতৃভাষার জন্য জীবন দেওয়া। এই অর্জনের জন্য আজ বাঙালিরা সারা বিশ্বের কাছে গর্ববোধ করেন। স্বাধীনতার সূচনাই হয়েছিলো মহান ভাষা আন্দোলনের মাধ্যমে। আমাদের সকলের উচিৎ শুদ্ধভাবে বাংলা ভাষাকে উপস্থাপন করা।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার নেছার আহাম্মদ, সাইফুদ্দিন খালেদ, মুহাম্মদ ছলিম উল্লাহ সুজন, মাসরুর আহাম্মদ, সুমন রায় চৌধুরী, মনজুর আলম, শিক্ষিকা ডাঃ ফারজানা ফারুক ও ছাত্র/ছাত্রীগণ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.