কক্সবাজার জেলা ছাত্রলীগের নতুন সাধারণ সম্পাদক তানিম
ওয়ান নিউজঃ কক্সবাজারে পৌঁছেছেন কক্সবাজার জেলা ছাত্রলীগের নতুন দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত সম্পাদক মোরশেদ হোসাইন তামিম। আজ সোমবার বিকাল সাড়ে ৩টায় নভোএয়ারের একটি বিমানে করে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। তানিমের সাথে ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নূরুল আজিম কনক, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের আজাদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আভাস শর্মা বিষু। এসময় ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী তানিমকে বরণ করে নেন। পরে পাঁচ শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তানিমকে নিয়ে এক বিশাল শোডাউন কক্সবাজার শহর প্রদক্ষিণ করেন। এর মধ্যে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাম্মেল হকে কবর জিয়ারত করেন। পরে খুরুস্কুল রাস্তার মাথায় এক সংবর্ধণা সভায় আয়োজন করা হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.