কক্সবাজারে ৭দিন বিদ্যুৎ থাকবেনা বলে ভুল তথ্য প্রচার হচ্ছে

মোঃ নেজাম উদ্দিন,
কক্সবাজারে টানা ২০ জুলাই থেকে ৭দিন সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যুৎ থাকবেনা বলে ভুল তথ্য প্রচার হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিতরণ বিভাগ।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে আগামী ২০ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত কক্সবাজারে দোহাজারী ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ক্ষমতাবর্ধন কাজের কারণে টানা সাতদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ট্রান্সফরমার শাটডাউন বা বিদ্যুৎ থাকবেনা প্রচার হচ্ছে। তথ্যটি ভূয়া বলে দাবি করেছে কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগ।
কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগ সূত্রে জানা গেছে, সম্প্রতি চট্রগ্রাম জেলায় দোহাজারী ও সাতকানিয়া এলাকায় বিদ্যুৎ আপগ্রেড এর কাজ চলবে । যার কারণে এই দুটি এলাকার কিছু কিছু জায়গায় বিদ্যুৎ বন্ধ থাকবেনা কাজের কারণে । আর এতে কক্সবাজার জেলায় কোন ধরনের প্রভাব পড়বেনা। তবে নিয়মিত লোডশেডিং আধা ঘন্টা থেকে একঘন্টা বিদ্যুৎ না থাকতে পারে।
কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগের উপ সহকারী প্রকৌশলী মাহবুব আলম জানান, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাচ্ছি ২০ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত টানা ৭দিন সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যুৎ থাকবেনা বলে প্রচার করা হচ্ছে। এটি সঠিক নয়। চট্রগ্রাম জেলার সাতকানিয়া ও দোহাজারীতে আপগ্রেড এর কাজের জন্য কিছু কিছু এলাকায় লোডশেডিং দেওয়া হবে । তবে সব জায়গায় নয়। এমন প্রচারে সম্মানিত গ্রাহকগণ বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.