কক্সবাজারের নতুন পুলিশ সুপার মোঃ সাইফউদ্দীন শাহীন

ওয়ান  নিউজঃ নতুন পুলিশ সুপার মোঃ সাইফউদ্দীন শাহীন যোগদান উপলক্ষে ৯ মার্চ’২৫ কক্সবাজার বিমান বন্দরে জেলা পুলিশ কক্সবাজারের পক্ষ থেকে ফুল দিয় বরণ করা হয়।

কক্সবাজার জেলার পুলিশ সুপার অফিসার্স মেস-এ পৌঁছালে জেলা পুলিশ কক্সবাজারের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করা হয়।

পরবর্তীতে পুলিশ সুপার পুলিশ সুপারের কার্যালয়ে আসলে উপস্থিত অফিসার, ফোর্স এবং সিভিল স্টাফদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সগণ তাঁকে সাদর অভ্যর্থনা জানান।

অতঃপর নবাগত পুলিশ সুপার কক্সবাজার জেলার দাপ্তরিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে কুশলাদি বিনিময় করেন। কক্সবাজার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সামগ্রিক বিষয়ে মতবিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার মোঃ সাইফউদ্দিন শাহীন ২৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। কর্মজীবনে তিনি কক্সবাজার, ঢাকা মেট্রোপলিটন, ভোলা, শরীয়তপুর, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, গাজীপুর, এসবি ও সর্বশেষ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এ গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালন করেন।

নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে পর্যটন নগরী কক্সবাজারের অপরাধ নিয়ন্ত্রণ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখার স্বার্থে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

  1. tlover tonet বলেছেন

    Thank you for sharing with us, I believe this website truly stands out : D.

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.