এসআই আবুল কালাম ইন্সেপেক্টর পদে পদোন্নতি

ওয়ান নিউজঃ কক্সবাজার সদর মডেল থানার এসআই আবুল কালাম ইন্সেপেক্টর হিসেবে পদোন্নতি পেয়েছেন । এস আই আবুল কালামের এই সাফ্যলের পেছনে রয়েছে দায়িত্বশীলতা, রাত দিন এক করে  অক্লান্ত পরিশ্রম । উল্লেখ্য, গত মার্চে এস আই আবুল কালাম চট্টগ্রাম রেন্জের সেরা পুলিশ অফিসার নির্বাচিত হয়। সূত্রমতে, তিনি গত ১৩ জানুয়ারি রাত অনুমানিক ০৯.০০ ঘটিকার সময় ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ জানার ঘোনা কুদরতের ঘোনা বোঠাশিয়া পাহাড়ের ভিতরে একটি লাশ অর্ধগলিত উদ্ধার লাশটি শনাক্ত করে সংক্রান্তে মৃতের স্ত্রী জমিলা বেগম অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করলে কক্সবাজার সদর থানায় মামলা নং- ৪৫, তদন্তকালে এস আই আবুল কালাম ০১ জন আসামীকে আটক করে আদালতে সোপর্দ করে এবং আদালতে সোপর্দকৃত আসামীর ১৬৪ ধারা মতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে উক্ত আসামীর বিরুদ্ধে খুন সহ ০৩টি মামলা রয়েছে।

গত ২১ ডিসেম্বর আড়াই টার সময় সদর মডেল থানাধীন খুরুশকুল পুরাতন আদর্শগ্রাম (গুচ্ছগ্রাম) মুদি দোকান ঘরে রক্তাক্ত অবস্থায় লাশ পেয়ে সদর হাসপাতালে নিয়া আসে এবং হাসপাতালের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃতের মা সুফিয়া খাতুন এজাহার দায়ের করে কক্সবাজার সদর থানার মামলা নং- ৩৯, – ৩০২/৩৪ ধারা মোতাবেক মামলা করা হয়, এস আই আবুল কালাম মামলাটি তদন্তকালে ০৩ জন আসামীকে আটক করে আদালতে সোপর্দ করে এই মামলায় আদালতে সোপর্দকৃত ০১ জন আসামী ১৬৪ ধারা মতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। উক্ত আসামী সামছুর বিরুদ্ধে খুন, মানব পাচার, বিস্ফোরক, সন্ত্রাস বিরোধী ও মারামারি সহ ৬টি মামলা আছে।

গত ১৬ ডিসেম্বর ১৪ ইং তারিখ ১০ টার সময় শহরের লাইট হাউজ পাড়াস্থ ফয়সাল গেস্ট হাউজের ১০৬ নং কক্ষে একটি অজ্ঞাতনামা মহিলার লাশ উদ্ধার হলে, তার কোন পরিচয় না পেয়ে এসআই জাহাঙ্গীর হোসেন অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করলে কক্সবাজার সদর থানার মামলা নং- ৭৪, – নারী ও শিশু নির্যাতন দমন আইন ১১(ক)/৩০ ধারা মোতাবেক মামলা হয় মামলাটি তদন্তকালে এস আই আবুল কালাম ২ জন আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

এই মামলায় আদালতে সোপর্দকৃত ১ জন আসামী ১৬৪ ধারা মতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে, সেই মামলায় আটকৃত ১ নং আসামীর বিরুদ্ধে খুন সহ নারী নির্যাতনের ০৩টি মামলা রয়েছে।

গত ১ আগস্ট ১৫ ইং তারিখ ১১.৩০ ঘটিকার সময় শহরের আইন কলেজের উত্তর পার্শ্বের বিরাম হোটেলের রান্না ঘরের পশ্চিম পার্শ্বের এস আলম সার্ভিসের দক্ষিণে মৌসুমী আবাসিক হোটেলের পূর্ব পার্শ্বের বাউন্ডারী দেওয়াল ঘেষে গলির পথে একজন হিজড়ার লাশ পাওয়া যায়। মৃতের কোন পরিচয় না পাওয়ায় এই সংক্রান্তে এস,আই মোঃ মাইন উদ্দিন অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করলে কক্সবাজার সদর থানার মামলা নং- ০২, ধারা- ৩০২/২০১/৩৪

দঃ বিঃ মোতাবেক মামলা করা হয়, মামলাটি তদন্তকালে এস আবুল কালাম ১ জন আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে, এই মামলায় ১৬৪ ধারা মতে দুইজন সাক্ষীর, স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।

২০১৬ সালে ৪ টি ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২০৫ জন গ্রেফতারি পরোয়ানার আসামী গ্রেফতার, ১২ টি অবৈধ অস্ত্র উদ্ধার এবং প্রায় ৭০০০ পিছ ইয়াবা সহ গাজা, বাংলা মদ সহ এ সংক্রান্তে ১৮ টি মামলা দায়ের করে ।

২৪ টি মামলার পলাতক আসামি কক্সবাজার সদর থানার তালিকাভুক্ত ১ নং ক্রিমিনাল কলিম উল্লাহ ডাকাত প্রকাশ বিরাট কলি কে এবং ১৪ টি মামলার পলাতক আসামী সৈয়দ হসেন প্রকাশ মাটি ডাকত কে অস্ত্রসহ আটকসহ সার্বিক সাফল্য ও সাহসিকতার জন্য চট্টগ্রাম রেঞ্জের সেরা পুলিশ অফিসারের পুরুস্কার লাভ করেছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.