উপজেলা চেয়রারম্যান নূরুল বশর চৌধুরীর বহিস্কারাদেশ স্থগিত
ওয়ান নিউজঃ কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এটিএম নূরুল বশর চৌধুরীর বহিস্কারাদেশ ৩ মাসের জন্য স্থগিত করেছে সুপ্রীম কোর্টের হাই কোট বিচার বিভাগ। সোমবার বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। বহিস্কারাদেশের বিরুদ্ধে এটিএম নুরুল বশর চৌধুরীর করা রীটের (২৯৪১/৬.৩.২০১৭) শুনানী শেষে এই আদেশ দেন বিচার বিভাগ। এই আদেশের বলে এটিএম নূরুল বশর চৌধুরী দায়িত্ব পালনে কোনো বাধা রইল না। নূরুল বশর চৌধুরী নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৭ ফেব্রুয়ারি উপজেলা চেয়ারম্যান নূরুল বশর চৌধুরীকে দায়িত্ব থেকে বহিস্কার করা হয়। এর আগে আরো দু’দফাসহ তিন দফা তাঁকে বহিস্কার করা হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.